ডেটলাইন দুর্গাপুরঃ পঞ্চায়েত নির্বাচনের পর আজই প্রথম পশ্চিম বর্ধমান জেলা সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে সিটি সেন্টারের সৃজনীতে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলা নিয়ে যৌথ প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী। সভায় দুই জেলার জেলা শাসক, পুলিশ সুপার, জেলা সভাধিপতি সহ প্রশাসনের সব বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। দুই জেলায় অজয়- দামোদরে বালি মাফিয়াদের বিরুদ্ধে পুলিশ সুপার ও জেলা শাসকদের কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। দুর্গাপুরের সভায় তিনি এই জেলায় প্রচুর কর্মসংস্থানের সুযোগের কথা ঘোষণা করেন। তিনি জানান, পানাগড় থেকে দুর্গাপুর হয়ে রঘুনাথপুর পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরী করা হচ্ছে। এটা হলে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে। এছাড়াও ডিপিএল কারখানার নতুন করে উন্নয়ন হবে বলেও তিনি জানান। দুর্গাপুরে প্রশাসনিক সভার শেষে তিনি চলে আসেন দুর্গাপুরের সাধুডাঙ্গার সেচ দপ্তরে গেস্ট হাউসে। সেখানেই তিনি রাত্রিযাপন করে আগামীকাল কালনায় একটি সভা করবেন। এদিন দুর্গাপুরের আগে জামুরিয়ার শ্রীপুরের সভায় মুখ্যমন্ত্রী ৯৩টি প্রকল্পের শিলান্যাশ ও ৪৯টি প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও অাবাসন, ঋণদান সহ একগুচ্ছ সরকারী পরিষেবা প্রদান করেন। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে আসানসোল ও দুর্গাপুরে তাঁর আসাযাওয়ার পথে তৃনমূল কর্মী – সমর্থকদের ভিড় উপচে পড়েছিল।