পকসোতে প্রাণ ভিক্ষার আবেদন চান না রাষ্ট্রপতি

0
987

ডেটলাইন ওয়েব ডেস্কঃ শিশু ধর্ষকদের মৃত্যুদণ্ড দণ্ডিতদের প্রাণভিক্ষার সুযোগটাই তুলে দেওয়া উচিত।হায়দরাবাদে গণধর্ষণ ও খুনে অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যু নিয়ে সারা দেশ যখন উত্তাল  তখন শিশু ধর্ষণ রুখতে জোরাল সওয়াল করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি সাফ জানিয়েছেন, শিশুদের ওপর হওয়া নৃশংস ও বর্বরোচিত ঘটনায় কোনও মাফ নয়। এই সব অপরাধে দন্ডিতরা যাতে প্রাণ ভিক্ষার আবেদনও করতে না পারে, তার জন্য কঠোর আইন আনার প্রয়োজন বলে মত দিলেন রাষ্ট্রপতি। তিনি দাবি তুলেছেন,এবার পকসো (POCSO) আইনে অভিযুক্ত দোষীদের প্রাণ ভিক্ষার আবেদন করার অনুমতিও দেওয়া উচিত নয়। আইনের এই অংশ নিয়ে পুনর্বিবেচনা করা উচিত সংসদের। মহিলাদের নিরাপত্তা নিয়েও কড়া বার্তা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন রাজস্থানের উদয়পুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে  রাষ্ট্রপতি এই মন্তব্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here