ডেটলাইন ওয়েব ডেস্কঃ চন্দ্রাভিযানে আরও একধাপ সাফল্য পেল ইসরো। পৃথিবী ছাড়িয়ে চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান ২। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ চাঁদের কক্ষপথে ঢোকে চন্দ্রযান। আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান -২। চন্দ্রাভিযান নিয়ে ইসরোকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ইসরো সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে নটা নাগাদঅভিযানের তৃতীয় পর্যায়টি পেরিয়ে গেল ইসরোরপাঠানো চন্দ্রযান। এরপর পৃথিবীর মতো চাঁদেরচারপাশেও ৫ বার পাক খাবে সে। ২০আগস্ট থেকে ১সেপ্টেম্বর পরপর সেই পাঁচটি পাক খেয়ে পৌঁছবে চাঁদেরপিঠের কাছাকাছি।২ সেপ্টেম্বর অরবিটার থেকে বিচ্ছিন্নহওয়ার কথা বিক্রম ল্যান্ডাররের। তারপর আর দু’টিপাক খাবে বিক্রম। শেষে গতি কমিয়ে নিম্নমুখী হবে।অর্থাৎ, এরপরই তার চাঁদের পিঠে নামার প্রস্তুতি শুরুহবে।৭ সেপ্টেম্বর মাঝরাতে দেড়টা থেকে আড়াইটেরমধ্যে তার চাঁদের পিঠে নামার কথা। ততক্ষণে সচল হয়েযাবে অরবিটার আর বিক্রমের ক্যামেরা। চাঁদের দক্ষিণমেরুর যে অংশে তার নামার কথা, সেই জায়গার জরিপকরবে অরবিটার আর বিক্রম দু’জনেই। দেখে নেওয়াহবে ‘ল্যান্ডিং জোন’—এর পরিস্থিতি। তার পরই ঘুরতেঘুরতে থেমে একটা ছোট্ট লাফ দিয়ে বিক্রমের পেটথেকে। প্রজ্ঞান বেরিয়ে আসবে আর চাঁদের জমিতে শুরুহবে তার কাজ।
Latest article
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...














