ডেট লাইন দুর্গাপুর: ভোটের মুখে কেন্দ্রীয় সরকারের বিশেষ নিরাপত্তা দেওয়া হল দুর্গাপুরের বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জীকে। পুরসভার ৪ নং বোরো চেয়ারম্যান ও জেলা তৃণমূলের অন্যতম সম্পাদক পদে থাকা দুর্গাপুরের এই নেতা কয়েক মাস আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। শুভেন্দু অধিকারির অনুগামী এই নেতা অমিত শাহের সভায় দাদার সঙ্গেই গেরুয়া শিবিরে যান। কেনো এই নিরাপত্তা? চন্দ্রশেখর বাবু জানান, স্বরাষ্ট্র দফতর নিশ্চয় কিছু এব্যাপারে তথ্য পেয়েছে তাই এই ব্যবস্থা নিয়েছে। তবে তিনি নিজে সাধারন মানুষের বেষ্টনীতে থাকতেই চান বলে দাবি করেছেন।