বিবেকানন্দ মূর্তির শুদ্ধিকরণ

0
499

ডেটলাইন দুর্গাপুরঃ রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাতে উদ্বোধন হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই সেই মূর্তিকে গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে শুদ্ধিকরণ করা হল দুর্গাপুরে। এমনই ঘটনা দেখা গেল দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে দীর্ঘদিন ধরে প্লাস্টিকে মুড়ে রাখা স্বামী বিবেকানন্দের একটি পূর্ণাবয়ব মূর্তির ক্ষেত্রে। অনেক আগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে স্বামীজীর এই মূর্তিটি তৈরী করে ওই জায়গায় রাখা হলেও সেটির উদ্বোধন হয়নি। অবশেষে এবার ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মদিবসে এসবিএসটিসি কর্তৃপক্ষ মূর্তিটির উদ্বোধনের উদ্যোগ নেয়। সংস্থার অধিকর্তা কিরণকুমার গোদালা, মেয়র দিলীপ অগস্তি,এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক মূর্তির উদ্বোধন করেন। কিন্তু এলাকার কাউন্সিলার সদ্য বিজেপিতে যোগ দেওয়া চন্দ্রশেখর ব্যানার্জীকে সেই অনুষ্ঠানে আমন্ত্রন না জানানোয় এদিন তিনি বিজেপির অন্যান্য কর্মীদের সঙ্গে নিয়ে এসে স্বামীজীর মূর্তি গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে শুদ্ধিকরন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here