ডেটলাইন কলকাতাঃ বিতর্কিত টেট নিয়ে আবারও ধাক্কা খেল রাজ্য সরকার। বিধানসভা নির্বাচনের আগে ২০১৪ সালের প্রাইমারি টেটের নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার মামলার শুনানির সময় এই স্থগিতাদেশ দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। জানা গেছে, নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একাধিক বেনিয়মের অভিযোগ রয়েছে। মেধা তালিকায় গরমিল এবং সংরক্ষণের অনুপাতের নিয়ম সঠিকভাবে না মানার অভিযোগ উঠেছে। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, এমন অনেক প্রার্থীর কাছে নিয়োগপত্র গিয়েছে, যাদের নাম মেধা তালিকাতে ছিল না। এছাড়াও একাধিক অস্বচ্ছতার অভিযোগ মেধা তালিকা ঘিরে। এরপরই আদালত সবদিক খতিয়ে দেখে নিয়োগে স্থগিতাদেশ দেয়। এর ফলে যাদের কাছে নিয়োগপত্র পৌঁছেছে, সেগুলিও এখন কার্যকর হবে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। মামলার নিষ্পত্তি হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নিতে পারবে পর্ষদ। উল্লেখ্য,২০২০ সালের ১১ ডিসেম্বর নবান্ন থেকে ১৬,৫০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দ্রুত প্যানেল তৈরীরও নির্দেশ দিয়েছিলেন। সেই মতো ২৩ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি হয়। কিন্তু, সেই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টে মামলা দায়ের করেন। কোন সঠিক মেরিট লিস্ট না থাকার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় গড়মিল থাকার অভিযোগ করেন তাঁরা। রাতারাতি ফোনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলেও অভিযোগ। এরপর ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলে নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত হয় মেধা তালিকা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া এবং অনেকেই নতুন কাজে যোগও দিয়েছেন। এক্ষেত্রে তাঁদের যোগদানের ওপরেও স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত,এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...