কেবল টিভি দেখার নতুন নিয়ম এখনই চালু হচ্ছে না

0
992

ডেটলাইন ওয়েব ডেস্কঃ টেলিফোন রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাইয়ের নির্দেশিকা অনুযায়ী পছন্দের চ্যানেল বেছে না নিলে আজ অর্থাৎ ২৯ ডিসেম্বর থেকে পে-চ্যানেলগুলি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নতুন ঘোষণায় জানা গেছে, সেই সময়সীমা নতুন বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ট্রাইয়ের সেক্টেটারি এস কে গুপ্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এমএসও ও ডিটিএইচ অপারেটরদের সঙ্গে ট্রাইয়ের একটি বৈঠক হয়। নতুন নিয়ম চালু করতে তারা রাজী হয়েছেন। তবে পছন্দের চ্যানেল বেছে নেওয়ার জন্য গ্রাহকদের তাঁরা কিছু সময় দিতে অনুরোধ করেছেন। এস কে গুপ্তা আরও বলেন, পছন্দের চ্যানেল বেছে নেওয়ার জন্য গ্রাহকদের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালে মার্চে ব্রডকাস্টিং অ্যান্ড কেবল সার্ভিস প্রোভাইডারদের জন্য নয়া নির্দেশিকা জারি করেছিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। চলতি বছর জুলাইয়ে সেই নির্দেশিকা চালু করার দিনক্ষণ ঠিক করা হয়। তারপর থেকেই প্রচার শুরু হয় ২৯ ডিসেম্বরের মধ্যে বদলে যাবে কেবল টিভির পুরনো নিয়ম। অর্থাৎ বাধাহীনভাবে টিভি দেখতে বেছে নিতে হবে নয়া প্যাক। যেখানে ফ্রি চ্যানেলের জন্য একটি নির্দিষ্ট অর্থ দিতে হবে সার্ভিস প্রোভাইডরদের। এর সঙ্গে যে চ্যানেলটি নিতে চাইবেন, তার জন্য আলাদা টাকা দিতে হবে। যে চ্যানেলের যা দাম ফ্রি প্যাকের মূল্যের সঙ্গে যুক্ত হবে। যেমন, শুধু সোনি টিভি দেখতেই গ্রাহকের খরচ পড়বে ১৯ টাকা। তবে গ্রাহকদের কথা ভেবে ইতিমধ্যেই সস্তার প্যাক ঘোষণা করেছে সোনি, জি, স্টার-এর মতো চ্যানেল কর্তৃপক্ষ। তবে আপাতত গ্রাহকদের কাছে প্যাক বাছার এই সুযোগ থাকবে ৩১ জানুয়ারী পর্যন্ত। ততদিন যেমন টিভি দেখা চলছে তেমনই দেখা যাবে বলেও জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here