ভোটের আগে মোদির বাজেটে একাধিক চমক

0
964

ডেটলাইন দিল্লিঃ সামনেই লোকসভা নির্বাচন। সেই লক্ষ্যে সব রাজনৈতিক দলই নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছে। তাই নির্বাচনের আগে মোদি সরকারের বাজেটেও যে কিছু চমক থাকবে তা জানাই ছিল। বাস্তবে সেদিকে লক্ষ্য রেখেই এদিন অন্তর্বর্তী বাজেট পেশ করলেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। শ্রমিক,কৃষক,সেনা থেকে সাধারন মানুষ সকলের জন্যই বিশেষ সুবিধার কথা ঘোষনা করেছেন অর্থমন্ত্রী। অসংগঠিত ক্ষেত্রে কর্মরতদের প্রধানমন্ত্রী শ্রমযোগী মন্ধন প্রকল্পে মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। এরজন্য মাসে ১০০ টাকা করে দিতে হবে। শ্রমিকদের বয়স ৬০ পেরিয়ে গেলে ওই ৩ হাজার টাকা করে দেওয়া হবে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে কৃষকদের বছরে ৬০০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। পীযূষ গোয়েল বলেন, যাঁদের দুই হেক্টরের কম জমি রয়েছে তাঁদের জন্য এই বিশেষ প্রকল্প। এই প্রকল্পে তিন ধাপে কৃষকদের টাকা দেওয়া হবে। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এর ফলে ১২ কোটি ক্ষুদ্র ও প্রান্তিক চাষি উপকৃত হবেন বলে মন্তব্য করেন তিনি।  বার্ষিক পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। এর জেরে ৩ কোটি মধ্যবিত্ত বছরে ১৮,৫০০ কোটি টাকা সঞ্চয় করতে পারবে। এর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করলে সাড়ে ৬ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর লাগবে না। এর আগে বার্ষিক সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত আয়ে কর লাগত না। এর সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ ছিল ৪০ হাজার টাকা।   এই প্রথমবার কেন্দ্র সরকার প্রতিরক্ষা খাতে ৩ লক্ষ কোটি টাকার বেশি বরাদ্দ করল। পীযূষ গোয়েল জানিয়েছেন, সীমান্ত সুরক্ষার জন্য যদি প্রতিরক্ষা খাতে আরও অর্থের প্রয়োজন হয়, তবে তাও দেবে কেন্দ্র। গত অর্থবর্ষে প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ ছিল ২,৯৫,৫১১ কোটি টাকা।   ওয়ান র‌্যাঙ্ক ওয়ান পেনশন। এই দাবিতে একসময় তোলপাড় হয়েছিল গোটা দেশ। অবশেষে সেনাকর্মীদের সেই দাবি পূরণ করা হল। এই বাজেটকে ঐতিহাসিক বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন,অন্তর্বর্তী বাজেট কেবলমাত্র এক ঝলক। নির্বাচনের পর পূর্ণাঙ্গ  বাজেট দেশকে সামগ্রিক উন্নতির পথে নিয়ে যাবে। অন্যদিকে বিরোধীরা নিজেদের মতো করে এই বাজেটের বিরোধীতা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে পুরোপুরি নির্বাচনী বাজেট বলে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, এক মাস বাকি আর এই সরকারের। মিথ্যার বাজেট। ভাঁওতাবাজি বাজেট। মেয়াদ উত্তীর্ণ বাজেট। এই বাজেট দেশের সাধারণ মানুষকে ঠকাতে বিজেপির ম্যানিফেস্টো। ২০১৯ অন্তবর্তী বাজেটকে এখন এই বাজেট পুরোটাই দেখানোর জন্য। কেন্দ্রীয় সরকার চিটফান্ড কোম্পানির মতো কাজ করছে বলেও সাংবাদিক অধিবেশনে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here