চলে গেলেন ‘বর্ডার’ এর আসল নায়ক

0
1369

ডেটলাইন ওয়েব ডেস্কঃ ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল রাজস্থানের লোঙ্গেওয়ালার যুদ্ধ। সেখানে আক্রমনমুখী ২ হাজার পাক সেনাকে রুখে দিয়েছিল ভারতের মাত্র ২০০ জনের সেনা দল। সেই যুদ্ধের নায়ক ছিলেন ব্রিগেডিয়ার কুলদীপ সিং চন্দপুরি। তাঁরই নেতৃত্বে সেদিন এক অসাধারন সাফল্য পেয়েছিল ভারত। তারপর থেকেই ব্রিগেডিয়ার কুলদীপের দুঃসাহসিক কীর্তির কথা ছড়িয়ে পড়ে এবং তাঁকে নিয়ে গর্ববোধ করে ভারতীয়রা। সেজন্য ভারত সরকার বীরের মর্যাদা পাওয়া এই সেনাকর্তাকে মহা বীর চক্রে ভূষিত করেছে।

এছাড়াও তাঁকে একাধিক সম্মান দেওয়া হয়েছে। আজ মোহালির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার কুলদীপ সিং চন্দপুরি। বয়স হয়েছিল ৭৮। বেশ কিছুদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন তিনি। ১৯৬২ সালে সেনাবাহিনীতে যোগ দেন কুলদীপ চন্দপুরি। পঞ্জাব রেজিমেন্টের ২৩ নম্বর ব্যাটালিয়নে প্রথম নিয়োগ হয় তাঁর। তিনি রাষ্ট্রসংঘের একাধিক শান্তিরক্ষী বাহিনীতে  বিদেশের বহু জায়গায় কাজ করেছেন।

বলিউডের ব্লকবাস্টার ছবি ‘বর্ডার’-এর তাঁর চরিত্রটি করেছিলেন সানি দেওল। ১৯৯৭ সালে পরিচালক জে পি দত্ত ব্রিগেডিয়ার কুলদীপের বীরত্বের ওপরে ভিত্তি করে তৈরি করেছিলেন ‘বর্ডার’ হিন্দি সিনেমা। যা ভারতীয় সিনেমা জগতে দেশপ্রেমের এক আদর্শ সিনেমা হিসেবে আজও সমান জনপ্রিয়। বলিউডের ব্লক বাস্টার ছবি বর্ডারে কুলদীপ সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সানি দেওল। লঙ্গেওয়ালায় অল্পসংখ্যক‌ ভারতীয় জওয়ান নিয়ে  কীভাবে পাকিস্তানের বিশাল সংখ্যক সেনাকে রুখে দিয়েছিলেন ব্রিগেডিয়ার কুলদীপ, সেটাই সিনেমার পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক। সানি ছাড়াও সেই সিনেমায় অভিনয় করেছেন সুনীল শেট্টি,অক্ষয় খান্না,জ্যাকি শ্রফের মতো বিশিষ্ট অভিনেতারাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here