ডেট লাইন দুর্গাপুর: প্রয়াত চিত্র সাংবাদিক দীপক গুরুং এর প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার সিটি সেন্টারে এক স্বেচ্ছা রক্তদান কর্মসূচির আয়োজন করেছিল দুর্গাপুরের সাংবাদিকরা। ২০১৩ সালের ৩১ জুলাই এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এই চিত্র সাংবাদিক। সমাজ কর্মী হিসেবেও দীপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। কাজের প্রতি তার আন্তরিকতা নিঃসন্দেহে সকলের কাছে এক অনুপ্রেরণা। এদিন তার অষ্টম প্রয়াণ দিবসে ভ্রাম্যমান গাড়িতে একজন মহিলা সহ ৩২ জন রক্তদান করে। একই দিনে স্মরণ করা হয় দুর্গাপুরের সদ্য প্রয়াত সাংবাদিক তাপস চট্টোপাধ্যায় কেও।
