বিনয়-বাদল-দীনেশ শহীদ দিবস স্মরণে রক্তদান শিবির

0
1289

ডেটলাইন দুর্গাপুরঃ ভারতের স্বাধীনতার ইতিহাসে বিনয়-বাদল-দীনেশ এই তিন বঙ্গ বিপ্লবীর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে,থাকবেও। দেশের প্রতি তাঁদের আত্মত্যাগ ভারতবাসীর মনে তাঁদের চিরস্মরণীয় আসন দিয়েছে। দেশের জন্য মুক্তি যুদ্ধে শহীদ হয়েছেন যারা তাঁদের মধ্যে এই তিনটি নাম থাকে একদম প্রথমের দিকেই। বিনয়-বাদল-দীনেশ এই তিন নামের সাথে যে তারিখটি ভীষণ ভাবে উল্লেখযোগ্য হয়ে আছে তা হল ৮ ডিসেম্বর। ১৯৩০ সালে এই তারিখেই বিনয়-বাদল-দীনেশ রাইটার্স বিল্ডিং-এ তথা ইংরেজ শাসনের হেড কোয়ার্টারে ঢুকে অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে সম্মুখ যুদ্ধে হত্যা করেন। যে যুদ্ধ ইতিহাস মনে রেখেছে ‘অলিন্দ যুদ্ধ’ নামে। আজ সেই ৮ ডিসেম্বর। স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ বিনয়-বাদল-দীনেশ দিবস। এই বিশেষ দিনকে সামনে রেখে আজ দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে দুটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।প্রথমটি ঝাঁজরা বান্ধব সমিতির উদ্যোগে ও প্রয়াস এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এখানে ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন।এখানকার  শিবিরে এই প্রথমবার রক্তদান করেছেন ২জন মহিলাসহ ১২ জন। এখানকার রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক কর্মীরা। শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চুমকি মুখার্জি, লাউদোহা থানার আধিকারিক উজ্জ্বল সাহা প্রমূখ। এছাড়া দ্বিতীয় শিবিরটি হয়েছে দুর্গাপুরের সারদাপল্লী নাগরিক কল্যাণসমিতির মহিলা সদস্যদের ব্যবস্থাপনায়। এখানে মোট ৩০ জন রক্তদান করেছেন। বড়জোরা সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের কর্মীরা এখানে রক্ত সংগ্রহ করেছেন। এই শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল,বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি, দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষে  স্বস্তিকা ব্যানার্জি প্রমূখ। বক্তারা এই বিশেষ দিনের তাৎপর্য আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here