ডেটলাইন দুর্গাপুরঃ এই মূহূর্তে সারা রাজ্য জু়ড়েই চলছে প্রচন্ড দাবদাহ। এই গ্রীষ্মের সময়ে স্বাভাবিকভাবেই রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সরবরাহ অনেকটাই কমে যায়। কারন,প্রচন্ড গরমের কারনে এলাকায় এলাকায় স্বেচ্ছা রক্তদান শিবিরের সংখ্যা অনেকটাই কমে যায়। এই সংকটময় সময়ে সরকারী ব্লাড সেন্টারে রক্তের ভান্ডার পূর্ণ রাখার লক্ষ্যে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় একাধিক সংস্থা ও ক্লাব এগিয়ে এসেছে। এদিন দুর্গাপুরের রায়ডাঙা রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে তাদের ক্লাব ভবনে আয়োজন করা হয়েছিল একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের। প্রবল গরমের মধ্যেও এদিন এই শিবিরে ৫ জন মহিলা সহ মোট ২৫ জন রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের টীম সাথীর স্বেচ্ছাসেবীরা শিবির পরিচালনায় সাহায্য করেছেন। রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। শিবিরে উপস্থিত ন্যাশান্যাল ব্লাড ডোনেশন অ্যাম্বাসাডর কিরণ ভার্মাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন ক্লাবের সম্পাদক অপূর্ব পান্ডে ও ডা: ইন্দ্রজিৎ মাজি। উপস্থিত ছিলেন রাজ্য রক্তদান আন্দোলনের নেতা কবি ঘোষ,শিক্ষাবিদ সোমনাথ রায়,দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক রাজেশ পালিত প্রমূখ।
