রক্ত দিতে বীরভূম ও কলকাতা থেকে দুর্গাপুরে

0
1148

ডেটলাইন দুর্গাপুরঃ না, এটা কোন তথাকথিত সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না। এটা ছিল স্রেফ একটি স্বেচ্ছা রক্তদান শিবির। আর সেখানেই দেখা গেল রক্তদাতাদের অনেকে কলকাতা,বর্ধমান,কালনা,কাটোয়া,পানাগড়,আসানসোল এমনকি বাঁকুড়া ও বীরভূম থেকেও এসেছেন। হ্যাঁ,এমনই এক রক্তদান শিবির দেখা গেল দুর্গাপুরের বিধাননগরের স্যান্টোস ক্লাবে। আসলে এই শিবিরের উদ্যোক্তা ছিল আগুরী পরিবার ফেসবুক গ্রুপ।

দীর্ঘদিন ধরেই এই ফেসবুক গ্রুপের সদস্যরা বিভিন্ন জায়গায় নানা  কর্মসূচীকে ঘিরে মিলিত হন। বেশ কয়েক মাস আগে দেখা গিয়েছিল এই সদস্যরা দুর্গাপুর ব্যারেজে পিকনিক করতে এসেও রক্তদান করেছিলেন। আর এবার একদিকে প্রচন্ড গরম আর অন্যদিকে নির্বাচন। তাই এই সময়ে স্বেচ্ছা রক্তদান শিবির খুবই কম হয়। ফলে ব্লাড ব্যঙ্কগুলিতে রক্তের অভাব দেখা যায়। সেদিকে লক্ষ্য রেখেই তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন আগুরী পরিবার নামের এই ফেসবুক গ্রুপের সদস্যরা। জানা গেছে এই শিবিরে ৬ জন মহিলাসহ মোট ৩৩ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here