
ডেটলাইন দুর্গাপুরঃ বিধাননগরের বাসিন্দা ডাঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠরত ছাত্র রাজর্ষী ব্যানার্জি পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল। প্রয়াত রাজর্ষী ব্যানার্জির স্মৃতিতে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে বিধান নগর ডিডিএ মার্কেট কার্যালয় প্রাঙ্গনে আজ এক ভ্রাম্যমাণ বাসে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ৯ জন মহিলা সহ মোট ৫৮ জন রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল রক্ত সংগ্রহ মেয়র দিলীপ অগস্তি শিবিরের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সন্তোষ দেবরায় ও বিশ্বনাথ পারিয়াল, কাউন্সিলার ডাঃ ছবি নন্দী,মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী, জাতীয় শিক্ষক ড.কলিমুল হক,শিক্ষারত্ন শেখ নিজামুদ্দিন,রোটারি ক্লাবের সুবীর রায়, ব্লাইন্ড রিলিফ সোসাইটির কাজল রায়, মারোয়ারী মহিলা সম্মেলনের মঞ্জু বিহানী প্রমূখ। এই শিবিরে রক্তদান করেছেন বিশিষ্ট বিচারক শুভদীপ মিত্র,রক্তদান আন্দোলনের নেতৃত্ব রাজেশ পালিত ও শর্মিলা ঘোষ।রক্তদাতাদের প্রয়াত রাজর্ষী ব্যানার্জি স্মৃতি শুভেচ্ছা স্মারক দেওয়া হয়েছে। প্রয়াত রাজর্ষী ব্যানার্জি’র পিতা বাসব ব্যানার্জি ও দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক কবি ঘোষ সকল রক্তদাতাকে শুভেচ্ছা জানিয়েছেন।