পিতামাতার প্রয়াণবার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজন ব্যবসায়ী পুত্রের

0
540

ডেটলাইন দুর্গাপুরঃ পিতামাতার প্রথম প্রয়াণবার্ষিকী রক্তদান শিবিরের মাধ্যমে স্মরণ করলেন দুর্গাপুরের এক ব্যবসায়ী। ডেকোরেটার্স ব্যবসায়ী দুর্গাপুরের শ্যামপুরের বাসিন্দা পঙ্কজ পাল তাঁর পিতা প্রয়াত সিদ্বেশ্বর পাল ও মাতা প্রয়াত অঞ্জলী পালের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বুধবার একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। তিনি নিজেও দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের একজন সক্রিয় সদস্য। প্রবল বৃষ্টির মধ্যেও পঙ্কজবাবুর বন্ধু-বান্ধব,আত্মীয় স্বজন রক্তদানে এগিয়ে আসেন। শিবিরে মোট ১৮ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর মহকুমা ব্লাড সেন্টার। শিবিরে উপস্থিত ছিলেন ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক কবি ঘোষ,সহ সম্পাদক রাজেশ পালিত,ডঃ ইন্দ্রজিত মাজি,দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের যুগ্ম সম্পাদিকা স্বস্তিকা ব্যানার্জী,সহ সম্পাদক নির্মল নাথ, জয়ন্ত দাস প্রমূখ। শিবির শেষে পঙ্কজ পাল ও দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনারস ফোরামের পক্ষে সারথী ঘোষ শিবিরে আসা রক্তদাতা ও অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here