দোকানদার কল্যাণ সমিতির বার্ষিক রক্তদান শিবির

0
662

ডেটলাইন দুর্গাপুরঃ বিগত বছরগুলির মতো এবছরও দুর্গাপুরের সগড়ভাঙ্গা ঘোষ মার্কেট দোকানদার কল্যাণ সমিতি এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সোমবার এই শিবিরে ৬ জন মহিলাসহ মোট ২৬ জন রক্তদান করেছেন। জানা গেছে, এখানে ৪ জন প্রথমবার রক্তদান করলেন। রক্তদান আন্দোলনের বরিষ্ঠ সংগঠক সৌমেন চক্রবর্তীও এদিন রক্তদান করেছেন। রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাঃ করবী কুন্ডু, বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক কবি ঘোষ, সমাজসেবী উদয় চ্যাটার্জি, দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব সমন্বয় সমিতির পক্ষে সুদীপ দাস,নিশীথ বরণ দাস প্রমূখ। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে রাজেশ পালিত এবং সগড়ভাঙ্গা ঘোষ মার্কেট দোকানদার কল্যাণ সমিতির পক্ষে আনন্দ আশ ও বুধন ঘোষ সকল রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here