ডেট লাইন দুর্গাপুর: দুর্গাপুর কে বলা হয় মিনি ভারত বর্ষ কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পেশাগত কারণে নানা ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ এই শহরে এসে বসবাস করেন। তাদের এই একসঙ্গে থাকার কারণেই এই শহরে এক সম্প্রীতির আবহ অনেক দিন থেকেই তৈরী হয়ে আছে। এবারের ঈদের দিন সেই সম্প্রীতির আরো এক নজীর গড়লেন এই শহরের দুই মুসলিম যুবক গুড্ডু খান ও ফারুক খান। এক মুমুর্ষ রোগীকে রক্তদান করেই এবার তারা পবিত্র ঈদ উৎসব পালন করলেন। মহামারী করোনা ভাইরাসের আক্রমণে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। যার জেরে শহর দুর্গাপুরে ও চলছে লক ডাউন। ফলে প্রয়োজনীয় রক্তের অভাব দেখা যাচ্ছে। এই প্রতিকূল অবস্থায় অসিত রায় নামে এক ব্যক্তির স্ত্রীর চিকিৎসার জন্যে দু বোতল রক্তের দরকার হয়। সমাজসেবী সংস্থা স্বপ্ন উড়ান এর কাছে এই প্রস্তাব আসার পরই দুই যুবক ঠিক করে আজকের পবিত্র দিনে তারাই মুমুর্ষ রোগীকে রক্ত দেবেন। সেই মত তারা ঈদের নামাজ পড়ার পর মিশন হাসপাতালে গিয়ে রক্তদান করেন। তাদের এই মহান কাজের মধ্য দিয়েই আরো একবার সম্প্রীতির নজীর গড়ল শহর দুর্গাপুর।