মুখ্যমন্ত্রীর আবেদনে রক্তদানে এগিয়ে এলেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশকর্মীরাও

0
870

ডেটলাইন দুর্গাপুরঃ মহামারী করোনা ভাইরাসের আক্রমন থেকে রক্ষার লক্ষ্যে দেশ জুড়ে লক ডাউন চলতে থাকায় নানা ক্ষেত্রেই মানুষের স্বাভাবিক জীবন চূড়ান্তভাবেই ব্যাহত হচ্ছে। এই অবস্থায় বিভিন্ন সরকারী হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে দেখা দিয়েছে রক্তের সংকট। মূমূর্ষ রোগীদের চিকিৎসার ক্ষেত্রে তাই যাতে সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্মীদের রক্তদানের জন্য আবেদন করেছেন। এদিন কলকাতায় মুখ্যমন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়ে ১০ দিন ব্যাপী রক্তদানের কর্মসূচীর উদ্বোধন হয়েছে। একই ভাবে এদিন পশ্চিম বর্ধমান জেলাতেও শুরু হল এই উদ্যোগ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুর্গাপুর এলাকার থানাগুলির মিলিত প্রচেষ্টায় বিধাননগরে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকে আজ থেকে প্রতিদিন ২০ জন করে পুলিশকর্মী রক্তদান করবেন। আজ এই বিশেষ শিবিরে রক্তদান করেছেন মোট ২২জন। বিধাননগর পুলিশ আঊটপোস্টের ইনচার্জ চিন্ময় চক্রবর্তীর রক্তদানের মধ্য দিয়ে এই শিবিরের সূচনা হয়েছে। আজ রক্তদান করেছেন – দুর্গাপুর থানার ৩ জন। নিউটাউনশীপ থানার- ৩ জন। কোকওভেন থানার – ২ জন। মুচিপাড়া ট্রাফিক গার্ড -২জন,কাঁকসা থানার – ১জন। কাঁকসা ট্রাফিক গার্ড -২জন,বুদবুদ থানা -২জন,পাণ্ডবেশ্বর থানা -৪জন এবং অন্ডাল থানা – ২জন। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফেডারেশন অফ ব্লাড ডোনার অরগানাইজেশানস অফ ইন্ডিয়া-পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সম্পাদক কবি ঘোষ। এখানে আজ উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (পূর্ব)  স্বপন দত্ত, বিশিষ্ট আইনজীবী আইয়ূব আনসারী, দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির রঞ্জন ব্যানার্জি, রাজ্যের রক্তদান আন্দোলনের অন্যতম সংগঠক রাজেশ পালিত প্রমূখ। আগামী ১০ এপ্রিল পর্যন্ত এই শিবির চলবে। তবে মাঝে ৪ ও ৫ তারিখ বন্ধ থাকবে শিবির বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here