পশ্চিমবঙ্গ ল-ক্লার্কদের রক্তদান শিবির

0
894

ডেটলাইন দুর্গাপুরঃ আমাদের সমাজজীবনে আইন ও বিচার ব্যবস্থা এক গুরুত্বপূর্ণ জায়গা করে আছে। বিভিন্ন ক্ষেত্রেই আমাদের আদালতের শরণাপন্ন হতে হয়। আদালতে বিচারক ও বিচারপতিরা থাকলেও বিচারের কাজে বিশেষ ভূমিকা নিয়ে আছেন ল ক্লার্করা। পশ্চিমবঙ্গ ল-ক্লার্কস এসোসিয়েশন তাদের নিজস্ব কাজের সঙ্গেই বেশ কিছু সামাজিক কাজও করে থাকে। তার মধ্যে অন্যতম হল স্বেচ্ছা রক্তদান শিবির। প্রতি বছরই তারা এই কর্মসূচী পালন করে। এবারও দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে পশ্চিমবঙ্গ ল-ক্লার্কস এসোসিয়েশন তাদের ২৪ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করেছিল। এখানে মোট ১২ জন স্বেচ্ছায় রক্তদান করেন। তাদের মধ্যে ২ জন প্রথম বার রক্ত দিলেন। এদেরএকজন হলেন আইনজীবী সব্যসাচী নায়েক। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম শিবির পরিচালনায় সাহায্য করেছেন এবং শিবিরের সকল রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফোরামের কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here