ডেটলাইন দুর্গাপুর,২৪ এপ্রিলঃ কাশ্মীরের পহেলগাঁতে জঙ্গি হানায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ২৬ জন পর্যটকের। সারা দেশের সঙ্গে দুর্গাপুরেও মৃতদের প্রতি শোক প্রকাশের পাশাপাশি এই নারকীয় হত্যার নিন্দা করা চলছে। দুর্গাপুরের শিক্ষা প্রতিষ্ঠান এন এস এইচ এম-এর উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি ও রোটারী ক্লাব অফ দুর্গাপুর স্মার্ট সিটির সহযোগিতায় আড়া শিবতলায় অবস্থিত কলেজ প্রাঙ্গনে নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে গ্রীষ্মকালিন রক্ত সংকট মোকাবিলায় আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরেও। শিবিরে ৩৭ জন মহিলা সহ মোট ১৪৪ জন রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার ১২৪ ইউনিট ও বিবেকানন্দ হাসপাতাল ব্লাড সেন্টার ২০ ইউনিট রক্ত সংগ্রহ করেছে। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবী সদস্যরা শিবির পরিচালনায় সাহায্য করেছে। শিবিরে পহেলগাঁওতে পাক জঙ্গীদের আক্রমণে নিহত পর্যটকদের স্মরণে শোক জ্ঞাপন করে নীরবতা পালন করা হয়েছে। জাতীয় ঐক্য ও অখন্ডতার শপথে রক্তদান করে শিবিরের সূচনা করেন অধ্যাপক অলোক সৎসঙ্গী। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির সাধারণ সম্পাদক কবি ঘোষ,বিশিষ্ট শিক্ষাবিদ জাস্টিন বাবু ও আতিক আহমেদ, চিকিৎসক ডা: দেবযানী বসু, ডা: আরশাদ আলি ও ডা: সুজিত সরকার, সমাজসেবী রাজেশ পালিত,মধুসূদন ঘটক,সৌমেন চক্রবর্তী,মৃত্যুঞ্জয় সামন্ত,রোটারিয়ান সুবীর রায় প্রমূখ।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...