ডেট লাইন দুর্গাপুর: রক্তদান এক মহান দান। ইংরাজি নতুন বছরের প্রাক্কালে শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারের স্বনামধন্য পার্বন হোটেলের উদ্যোগে পার্বন সেলিব্রেশন হলে মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। ১জন মহিলা সহ মোট ২৮ জন রক্তদান করেছেন। পার্বন এর কর্ণধার সুপ্রিয় গাঙ্গুলি রক্তদান করে শিবিরের উদ্বোধন করেন। পার্বন হোটেল কর্মচারীরাও রক্তদান করেছেন। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা স্বেচ্ছা রক্তদান আন্দোলন সমিতির অরবিন্দ মাজি,মিতালি মজুমদার, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইন্দ্রজিৎ মাজি,সমাজসেবী রঞ্জন ব্যানার্জি, ক্রীড়া সংগঠক মৃত্যুঞ্জয় ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। এখানে দুর্গাপুরের বিভিন্ন মিডিয়ার সাথে যুক্ত কয়েকজন সাংবাদিকও রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সহযোগিতায় আয়োজিত এই শিবির শেষে আয়োজক সংগঠনের হাতে শংসাপত্র ও ব্লাড ডোনার্স ফোরাম এর শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...