বিজয়া সম্মেলনেও স্বেচ্ছা রক্তদানের বার্তা

0
926

ডেটলাইন দুর্গাপুরঃ একদিকে যেমন জলই হল জীবন। তেমনই অন্যদিকে মানুষের বেঁচে থাকার জন্য চাই রক্ত। প্রয়োজনীয় রক্ত না থাকলে মানুষ বাঁচতে পারে না। বহু মূমূর্ষ রোগি শুধু মাত্র রক্তের অভাবে মারা যায়। আর সেকারনেই স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে ব্লাড ব্যাঙ্কে রক্ত মজুত রাখা হয়। অন্যান্য শহরের পাশাপাশি দুর্গাপুরেও সাধারন মানুষের মধ্যে স্বেচ্ছা রক্তদানের আন্দোলনকে গতিশীল করার কাজে বিশেষ ভূমিকা নিয়েছে  ‘দুর্গাপুর সাব ডিভিসনাল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছা রক্তদানের প্রতি সাধারন মানুষকে আরও উজ্জীবিত করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। আহ্বান করা হয়েছে, এই কাজে সবাই একসঙ্গে এগিয়ে এলে অবশ্যই স্বেচ্ছা রক্তদান কর্মসূচীকে ১০০ শতাংশ সফল করা যেতে পারে।

এই মর্মে –‘রক্ত প্রয়োজন হয় জীবনের তরে, রক্তদাতা তৈরি হোক প্রতিটি ঘরে ঘরে’ স্লোগানকে সামনে রেখে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ভান্ডার পূর্ণ করার এবং পূর্ণ রাখার লক্ষ্যে ফোরামের পক্ষ থেকে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে বলে ফোরামের অন্যতম কর্মকর্তা কবি ঘোষ জানিয়েছেন। মানুষকে রক্তদানে উৎসাহিত করতে, বিভিন্ন ক্লাব – সংস্থার সাথে যুক্ত তরুণ তরুণীদের উদ্ধুদ্ধ করতে সম্প্রতি একটি সার্টিফিকেট কোর্স কর্মসূচি হয়েছে। ২৫ জন স্বেচ্ছাসেবী পরীক্ষা দিয়ে সসম্মানে পাশ করেছেন। এই স্বেচ্ছা সেবীদের মাধ্যমে রক্তদানে আরও নতুন নতুন মানুষকে যুক্ত করার উদ্যোগ চলছে। কবি ঘোষ জানিয়েছেন, মুচিপাড়ায় মৃত্যুঞ্জয় হাউসিং কমপ্লেক্স ফোরামের বিজয় সম্মেলনেও স্বেচ্ছা রক্তদানের প্রতি উদ্বুদ্ধকরণের কর্মসূচী ছিল। এই প্রোগ্রামের   নামকরণ করা হয়েছিল ‘সংযোগ সংহতি বার্তা সমাবেশ’। এখানে  সার্টিফিকেট কোর্স পাশ করা ২৫ জন প্রচারক স্বেচ্ছাসেবী সহ ৮টি রক্তদাতা সংগঠন এবং ৯ জন অন কল ব্লাড ডোনারদের সম্মান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here