আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে শুধুমাত্র মহিলাদের নিয়ে রক্তদান শিবির দুর্গাপুরে

0
600

ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুর অন্নপূর্ণা নগর বিবেকানন্দ প্রগতি সোসাইটি ও দুর্গাপুর জৈন পারস মহিলা এবং দুর্গাপুর শ্রীজৈন সমাজ-এর উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় বেনাচিতির লক্ষ্মী নারায়ন মন্দির হলে আয়োজিত হল স্বেচ্ছা রক্তদান শিবির। এখানে মোট ৬৫ জন মহিলা রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ৩২ ইউনিট এবং আসানসোল জেলা হাসপাতাল ৩৩ ইউনিট রক্ত সংগ্রহ করে। প্রত্যেক রক্তদাত্রীকে সম্মান জ্ঞাপন করা হয়েছে এবং গাছের চারা উপহার দেওয়া হয়েছে। এদিনের শিবিরের উদ্বোধন করা হয় ১২ জন বিরল গ্রুপের নিয়মিত মহিলা রক্তদাতাদের সম্মান জ্ঞাপন করে। শিবিরে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের ডেপুটি জেনারেল সেক্রেটারি কবি ঘোষ, দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি ও সদস্যা রাখী তেওয়ারি, মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষা মধুমিতা জাজোদিয়া,দুর্গাপুর ও আসানসোল ব্লাড সেন্টারের চিকিৎসক ডাঃ করবী কুন্ডু ও ডা: শ্বাশতী সেনগুপ্ত, রক্তদান আন্দোলনের নেতা রাজেশ পালিত, আয়ূব আনসারী প্রমূখ। আয়োজক সংগঠনের পক্ষ থেকে সুলতা দাস সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, ৮ মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস। কিন্তু ওই দিন হোলি থাকার কারণে শুধুমাত্র মহিলাদের নিয়ে এই বিশেষ রক্তদান কর্মসূচীটি এগিয়ে আনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here