রক্তদান শিবিরের মাধ্যমে বিবাহ বার্ষিকী উদযাপন দম্পতির

0
379

ডেটলাইন দুর্গাপুরঃ নিজেরাও রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন।নিজেদের ২৫ তম বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করেছিলেন রক্তদান শিবির। সেই থেকে প্রতি বছর ৫ মার্চ তাদের বিবাহ বার্ষিকী পালন করেন রক্তদান শিবির আয়োজনের মাধ্যমে।এবারও তাদের ২৮ তম বিবাহ বার্ষিকী উদযাপন করলেন রক্তদান শিবির করেই। ডিপিএল কলোনির ডিএন এলাকার বাসিন্দা সুমন চ্যাটার্জি ও মৌসুমী চ্যাটার্জি দীর্ঘদিন ধরেই দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। আরও বেশি মানুষের মধ্যে যাতে স্বেচ্ছা রক্তদানের আগ্রহ বৃদ্ধি পায় এবং এই মহান কাজে মানুষ যাতে উৎসাহিত হয় সেই লক্ষ্যেই তারা বিবাহ বার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজন করেন। ডিপিএল হাসপাতালের কাছে ভ্রাম্যমাণ রক্তযানে আয়োজিত এই রক্তদান শিবিরে ৪ জন মহিলা সহ মোট ২০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরের উদ্বোধন করেন রাজ্যের রক্তদান আন্দোলনের নেতা সমাজসেবী কবি ঘোষ। সুমন ও মৌসুমী চ্যাটার্জি দুজনেই একসাথে রক্তদান করেছেন। রক্তদানে অংশ নেন তাদের আত্মীয় পরিজন, বন্ধুরা ও প্রতিবেশীরাও। এখানে রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক রাজেশ পালিত,দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাঃ আবীর ব্যানার্জি,বিশিষ্ট আইনজীবী আয়ূব আনসারী, সমাজসেবী রঞ্জন ব্যানার্জি প্রমূখ। শিবিরটির পরিচালনায় সাহায্য করেছে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের টিম সম্পর্ক-এর সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here