আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস উপলক্ষ্যে বধিরদের নিয়ে রক্তদান শিবির

0
774

ডেটলাইন দুর্গাপুরঃ আজ ৩০ জুলাই। আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে এদেশেও এই বিশেষ দিনটি নানাভাবে পালন করা হয়। এই উপলক্ষ্যে এবার পশ্চিম বর্ধমান জেলা বধির এ্যাসোসিয়েশন ও সমাজসেবী দিপ্তি শ্যাম রায়ের উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সহযোগিতায় দুর্গাপুরের অমরাবতী ডিফেন্স কলোনীর অরবিন্দ ভবন সংলগ্ন স্থানে এক ভ্রাম্যমাণ রক্তযানে বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এখানে ৯জন মহিলা সহ মোট ৩৫ জন রক্তদান করেছেন। তারমধ্যে ১৫ জন বধির মানুষও ছিলেন। রক্তদাতাদের মধ্যে ছিলেন দুই জোড়া দম্পতি যথাক্রমে সৌরভ ও শীলা খাস্তগীর এবং সৌভন ও মৌলিমা খাস্তগীর। রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। শিবিরের উদ্বোধন করেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর ডেপুটি জেনারেল সেক্রেটারি কবি ঘোষ। তিনি বলেন, এই শিবির দেশের মধ্যে নজির স্থাপন করেছে। ২০১৮ সালে সেপ্টেম্বর মাসে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারে এই শিবির করা হয়েছিল। তারপর আবারও করা হলো। উল্লেখ্য, শুধু দুর্গাপুর বা আশপাশের এলাকাই নয়, এই শিবিরে আসানসোল থেকে ৭জন, বাঁকুড়া থেকে ২জন এবং সিঊড়ি থেকে ৩জন বধির প্রতিনিধি রক্তদান করতে উপস্থিত ছিলেন। পশ্চিম বর্ধমান জেলা বধির এ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রীকান্ত শূর এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সহঃ সাধারণ সম্পাদক সুলতা দাস সকল রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here