দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে দুর্গাপুরে বর্ণাঢ্য পদযাত্রা

0
529

ডেটলাইন দুর্গাপুর: দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে দুর্গাপুর স্টেশন সংলগ্ন সুকান্ত পল্লী মোড় থেকে শ্যামপুর বাজার পর্যন্ত আজ এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করে হয়েছিল। এর উদ্বোধন করেন বিশিষ্ট ক্যারাটে ব্ল্যাক বেল্ট পিনাকী ঘোষ(ভারতের হয়ে বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করেছেন)।উপস্থিত ছিলেন ফেডারেশন অফ ব্লাড ডোনারস অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সম্পাদক কবি ঘোষ, দুর্গাপুর ব্লাড ডোনারস ফোরামের সাধারণ সম্পাদক রাজেশ পালিত, কাউন্সিলর শিপুল সাহা,দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব সমন্বয় সমিতির সভাপতি আইনজীবী আয়ূব আনসারী, দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির রঞ্জন ব্যানার্জি, গ্যামন ব্রীজ ফ্রেন্ডস ক্লাবের সম্পাদক মুকুট নাহা সহ বিশিষ্ট অতিথিরা। সমাজের বিভিন্ন অংশের প্রায় ২০০ জন এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। সারা রাস্তায় গান, কবিতা ও ভাষ্য পাঠ হয়েছে। দুর্গাপুর কিওকুসিন কান ক্যারাটের কচিকাঁচাদের পোষাক পড়ে অংশগ্রহন এবং টীম সাথীর মহিলা স্বেচ্ছাসেবীদের নানা বর্ণময় স্লোগানযুক্ত প্লাকার্ড সহ অংশগ্রহণ সবার নজর কেড়েছে। এদিন ফোরামের সহযোগিতায় এক রক্তদান শিবির হয়েছে। শিক্ষক মহান্ত হাঁসদার জন্মদিন উদযাপন উপলক্ষে কালীগঞ্জ আকৃতি এপার্টমেন্টে আয়োজিত শিবিরে ২৯ জন রক্তদান করেছেন।দুর্গাপুর মহকুমা হাসপাতাল রক্ত সংগ্রহ করেছেন।উল্লেখ্য, আগামী ৭-৯ জানুয়ারী ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনারস ফোরামের রাজ্য সম্মেলন সফল করার লক্ষ্যে এবং ১০০% স্বেচ্ছা রক্তদাতা নির্ভর পরিষেবা গড়ে তোলার আহ্বানে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রার শুরুতে যুগ নায়ক স্বামী বিবেকানন্দ এর পূর্নাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here