দুর্গাপুরে মহিলাদের নিয়ে মেগা রক্তদান শিবির

0
700

ডেটলাইন দুর্গাপুরঃ শুধুমাত্র মহিলাদের নিয়ে দুর্গাপুরে এতো বড় মাপের স্বেচ্ছা রক্তদান শিবির আগে দেখা যায়নি। এমনিতেই সারা রাজ্যের মধ্যে রক্তদান আন্দোলনে এক বিশেষ জায়গা রয়েছে দুর্গাপুরের। এই কাজে বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চলেছে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। এবার দুর্গাপুরে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রাজ্য সম্মেলন সফল করার আবেদন নিয়ে শুধুমাত্র মহিলাদের রক্তদান নিয়ে ব্যাপক প্রচার করা হয়। এই কর্মসূচীর আওতায় দুর্গাপুরের রায়ডাঙ্গা থেকে বিহারপুর পর্যন্ত এলাকার বিভিন্ন বয়সী মহিলাদের কাছে বিগত ১০ দিন ধরে ব্লাড ডোনার্স ফোরামের মহিলানেত্রী বর্ণালী নাথ,স্বস্তিকা ব্যানার্জি সহ টিম সাথীর ১০ জন মহিলা স্বেচ্ছাসেবীরা রাজ্য সম্মেলন সহ মহিলাদের রক্তদান শিবির বিষয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছেন এবং নামের তালিকা সংগ্রহ করেছেন। তারই ফল স্বরূপ শনিবার প্রবল উৎসাহ নিয়ে শিবিরে শতাধিক মহিলা উপস্থিত হয়েছিলেন। এদিন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের টিম সাথী’র উদ্যোগে শ্যামপুরে আয়োজিত মেগা রক্তদান শিবিরে ৭৫ জন মহিলা রক্তদান করেছেন। দুর্গাপুরে এই শিবিরটিই মহিলাদের নিয়ে সর্ববৃহৎ রক্তদান শিবির হিসেবে অনুষ্ঠিত হলো। নারায়ণপুরের পূজা চ্যাটার্জি(১৮) ছিল সবচেয়ে কম বয়সী রক্তদাতা এবং বিহারপুরের অনিমা ব্যানার্জি (৫৮)ছিলেন বেশী বয়সী রক্তদাতা। রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। শিবিরের উদ্বোধন করেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের নব নির্বাচিত সাধারণ সম্পাদক রাজেশ পালিত। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জি,ডাঃ সুজিত সরকার,কাউন্সিলর শিপুল সাহা, রোটারিয়ান সুবীর রায়, ক্রীড়া সংগঠক মুকুট নাহা প্রমূখ। উল্লেখ্য,দেশের রক্তদান আন্দোলনের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব অপূর্ব ঘোষ আসতে না পারলেও তিনি আগরতলা থেকে মোবাইল ফোন যোগে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। শিবির শেষে সকল মহিলা সংগঠকদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিয়েছেন ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক কবি ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here