ভোট বাজারে দেশে ২৫৫০ কোটি কালো টাকা বাজেয়াপ্ত

0
1016

ডেটলাইন ওয়েব ডেস্কঃ নির্বাচন বন্ডের মাধ্যমে অজ্ঞাত উৎস থেকে রাজনৈতিক দলগুলি অর্থ পাচ্ছে। সেই অর্থ নির্বাচনের কাজে খরচ হচ্ছে। এই অভিযোগ তুলে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এই নির্বাচনী বন্ড অবৈধ নয়। তবে নির্বাচনী বন্ড নিয়ে বিস্তারিত তথ্য দেশের সব রাজনৈতিক দলকে জানাতে হবে। ১৫ মে পর্যন্ত পাওয়া অনুদানের হিসাব ৩১ মে’র মধ্যে কমিশনকে জানাতে হবে। একদিকে যখন দেশের সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিচ্ছে তখন দেখা যাচ্ছে সারা দেশে ভোটের বাজারে এখনও পর্যন্ত ২৫৫০ কোটি কালো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে জানা গেছে। এই হিসাব ১৫ এপ্রিল পর্যন্ত। ভোট কিনতে যে রাজনৈতিক দলগুলি বিপুল পরিমান টাকা ব্যবহার করছে এই বাজেয়াপ্ত টাকাই তার প্রমান বলে মনে করছে নির্বাচন কমিশন। কিভাবে এবং কোন উৎস থেকে এই টাকা আসছে তা রীতিমতো ভাবিয়ে তুলেছে কমিশনকে। এরমধ্যেই তামিলনাড়ুর একটি গুদাম থেকে ১১ কোটি ৫০ লাখ টাকা নগদ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের ঠিক আগে এই বিপুল পরিমান টাকা উদ্ধার হওয়ার ঘটনা উদ্বেগের মধ্যে ফেলেছে নির্বাচন কমিশনকে। তাই ১৮ এপ্রিল এই রাজ্যে ভোট হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here