আসানসোলে বাবুলই,দুর্গাপুর এখনো অঘোষিত

0
820

ডেটলাইন কলকাতাঃ লোকসভা ভোট ঘোষণা হওয়ার পর সব থেকে আগে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তৃণমূল। এরপর বামশিবির ও কংগ্রেসও তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। যদিও কিছু এখনও বাকি রয়েছে। কিন্তু বিজেপি তাও করেনি। অবশেষে তাদেরও প্রার্থী তালিকা ঘোষিত হলেও তা মাত্র ২৮টি আসনের। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে আসানসোল আসনেই রাখা হয়েছে। কিন্তু বর্ধমান-দুর্গাপুর আসনে কে তাদের প্রার্থী হচ্ছেন তা এখনও জানতে পারলেন না দলের কর্মী ও সমর্থকরা। যদিও দলের পক্ষে প্রচার চলছে। প্রাথমিকভাবে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপির রাজ্য নেতা বাঁকুড়ার ডা.সুভাষ সরকারের নাম শোনা যাচ্ছে। কিন্তু গতকাল প্রকাশিত মোট ২৮টি নামের মধ্যে তাঁর নাম না থাকায় এই কেন্দ্রে বিজেপির কে প্রার্থী হচ্ছেন তা নিয়ে ক্রমশ জটিলতা বাড়ছে। এখানে ইতিমধ্যে তৃণমূলের বিদায়ী সাংসদ মমতাজ সংঘমিতা এবং বামেদের পক্ষে সিপিএমের আভাষ রায়চৌধূরীর নাম ঘোষণা হয়ে গেছে। তারা জোর কদমে প্রচারও শুরু করেছেন। কিন্তু বিজেপি ও কংগ্রেস এখনও এই কেন্দ্রের জন্য তাদের প্রার্থী ঘোষণা করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here