অবশেষে দুর্গাপুরের দুটি আসনে প্রার্থী ঘোষনা করল বিজেপি

0
558

ডেট লাইন দুর্গাপুর: সব থেকে আগে তৃণমূল তারপর বামেরা। আর এবার বিজেপি। দুর্গাপুর পূর্ব আসনে এদিন বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হল তৃণমূলের প্রাক্তনী তথা এস বি এস টি সি র প্রাক্তন কর্তা কর্নেল দিপ্তাংসু চৌধুরীকে। বিজেপির প্রার্থীর নাম ঘোষণার সঙ্গেই দুর্গাপুর পূর্ব কেন্দ্রে তৃণমূলের প্রদীপ মজুমদার ও কংগ্রেস সমর্থিত বাম জোটের আভাস রায় চৌধুরীর মধ্যে ত্রি মুখী লড়াই জমে উঠবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে বিজেপির প্রার্থী করে হয়েছে দলের জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ুইকে। এই কেন্দ্রে আগেই বিশ্বনাথ পাড়িয়াল কে প্রার্থী করেছে তৃণমূল। এখানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী দেবে। তবে তাদের প্রার্থী এখনও ঘোষণা করা হয় নি। অন্যদিকে পান্ডবেশ্বর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে দলত্যাগী তৃণমূলের বিদায়ী বিধায়ক জিতেন্দ্র তেওয়ারিকে। এখানে তৃণমূলের প্রার্থী আছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। আসানসোল দক্ষিণে তৃণমূলের তারকা অভিনেত্রী প্রার্থী সায়নী ঘোষের বিরুদ্ধে বিজেপিও তারকা প্রার্থী হিসেবে অগ্নিমিত্র পালের নাম ঘোষণা করায় এখানেও লড়াই জমবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here