দিল্লির দাঙ্গার প্রতিবাদ দুর্গাপুরে,পারিয়ালের মিছিলে জনজোয়ার

0
1722

ডেটলাইন দুর্গাপুরঃএন আর সি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে দিল্লিতে পুলিশ ও বিজেপির উন্মাদ সমর্থকদের হাতে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। অনেকের বাড়িতে হামলা হয়েছে। এমনকি একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই দাঙ্গার প্রতিবাদ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভা থেকে তিনি তাঁর দলকে সারা রাজ্য জুড়ে সেই দাঙ্গার প্রতিবাদ করার কর্মসূচি ঘোষণা করেন। সেই কর্মসূচি অনুযায়ী এদিন দুর্গাপুরে এক মহামিছিলের ডাক দেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি তথা বিধায়ক বিশ্বনাথ পারিয়াল। দিল্লির রাজপথে কেনো রক্ত ঝরল – কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে হবে এই স্লোগান তুলে এই মিছিলে প্রায় ২৫ হাজার মানুষ হাঁটলেন।এই মহামিছিল দেখে আরো একবার শ্রমিক দরদী নেতা বিশ্বনাথ পাড়িয়ালের জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেল। এদিন এই মহা মিছিল শুরু হয় ফিলিপস কার্বন মোড় থেকে আর শেষ হয় বাঁকুড়া মোড়ে। বহুদিন পর দুর্গাপুরে এমন একটা মহা মিছিল দেখা গেলো। যার নেতৃত্বে ছিলেন বিশ্বনাথ পারিয়াল। পারিয়াল তার বক্তব্যে কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র প্রতিবাদ করে বলেছেন, নানাভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here