মৃত প্রায় তৃতীয় শ্রেণীর ছাত্রী সারিকার পাশে দাঁড়ালেন বিশ্বনাথ পাড়িয়াল

0
1300

ডেটলাইন দুর্গাপুরঃ চারবারের কাউন্সিলার ও বর্তমানে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তিনি বিধায়ক। একই সঙ্গে শাসক দলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতির দায়িত্বে আছেন তিনি। জনপ্রিয় এই জন প্রতিনিধি বিশ্বনাথ পাড়িয়ালের দায় দায়িত্ব তাও অনেকটাই। এলাকায় বিভিন্ন সামাজিক কাজে অনেক কম বয়স থেকেই তিনি যুক্ত। সেই সুবাদেই প্রতিকূল রাজনৈতিক পরিবেশের মধ্যেও তিনি পর পর পুরসভা নির্বাচনে জিতে কাউন্সিলার হয়েছেন। বিধায়ক হওয়ার পর সেই সামাজিক দায়বদ্ধতা অনেকটাই তাঁর বেড়েছে। তাই, তাঁর কাছে যখন  খবর আসে এমএএমসির শিব মন্দির এলাকার বাসিন্দা ও দুর্গাপুর পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী সারিকা চৌরাশিয়া লিভারের কঠিন অসুখে ভুগছে এবং অবিলম্বে লিভার প্রতিস্থাপন না করলে তাঁকে বাঁচানো যাবে না। তখন তিনি আর চুপ করে থাকতে না পেরে সারিকার পাশে দাঁড়ালেন। সারিকার বাবা সঞ্জয় চৌরাশিয়া দুর্গাপুর আদালতের আইনজীবী হলেও তাঁর একমাত্র মেয়ের এই কঠিন রোগ সারানোর মতো আর্থিক সামর্থ নেই। কারন জানা গেছে, লিভার প্রতিস্থাপন করতে প্রায় ৪৫ লক্ষ টাকা লাগবে। এই অবস্থায় পরিবারটির আর্থিক সহায়তার প্রয়োজন। সেকথা জানার পর বিশ্বনাথ পাড়িয়াল একটি সমাজসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন এবং এদিন ২ লক্ষ টাকা সারিকার দাদু ভৃগুনাথ চৌরাশিয়ার হাতে তুলে দেন। পরিবারের সূত্রে জানা গেছে মা নিতু চৌরাশিয়া নিজের লিভারের অংশ দিতে রাজি হলেও চিকিৎসকরা জানিয়েছেন, এই ধরনের চিকিৎসা দুর্গাপুরে সম্ভব নয়। তাই বাধ্য হয়ে  মেয়ের জীবন বাঁচাতে ভিন রাজ্যে যাচ্ছেন  সঞ্জয় চৌরাশিয়া। তিনি জানিয়েছেন,দিল্লির গঙ্গারামপুর হাসপাতালে সারিকার লিভার প্রতিস্থাপন করা হবে। উল্লেখ্য, মেয়ের প্রান বাঁচাতে সঞ্জয়বাবু অনেকের কাছেই আবেদন জানিয়েছেন। সেই সূত্রে সারিকার স্কুল দুর্গাপুর পাবলিক স্কুলের তরফ থেকেও ২ লক্ষ ২৫ হাজার টাকা সহায়তা করা হয়েছে। আরও বেশ কিছু সংস্থার পক্ষ থেকেও সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিন বিশ্বনাথ পাড়িয়াল ঐ টাকা দেওয়ার সঙ্গে সারিকার সুস্থ জীবন কামনা করেছেন। তাঁর দৃঢ় আশা সারিকা সুস্থ হয়েই ফিরে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here