শিশু পুত্রের জন্মদিনে শত দুঃস্থ পরিবারের মধ্যে চাল ডাল আটা আলু তুলে দিলেন মানবিক এক পিতা

0
1361

ডেটলাইন দুর্গাপুরঃ করোনা ভীতি গ্রাস করেছে গোটা দেশ কে। এই অবস্থায় আমাদের সামাজিক সব অনুষ্ঠানও বন্ধ। কারণ, সারা দেশের সঙ্গে দুর্গাপুরে ও চলছে লক ডাউন। বাড়ির বাইরে বের হওয়ার উপায় নেই। তার মধ্যে চলছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা। কিন্তু একদমই এক অন্য ভাবে সেই অসহায় কিছু মানুষের পাশে দাঁড়ালেন দুর্গাপুরের এসবি মোড়ের বাসিন্দা বিনোদ তেওয়ারি। তার ছোট ছেলে চার বছরের নমন তিওয়ারির আজ জন্মদিন পালন উপলক্ষে তিনি ৩১ নম্বর ওয়ার্ডের লেবার হাট নুনিয়া পাড়ার প্রায় ১০০ জন দুস্থ পরিবারের মধ্যে চাল, ডাল, আটা, আলু তুলে দিলেন। নিঃসন্দেহে এই প্রতিকূল পরিবেশে এটা এক মহান উদ্যোগ। বিনোদ বাবু দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার স ফোরামের একজন সদস্য ও রক্তদাতা। তাই তার এই মহান কাজের জন্য ফোরামের পক্ষ থেকে তাকে অনেক শুভেচ্ছা জানানো হয়েছে। আমরাও তার এই মানবিকতার জন্য গর্ব বোধ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here