ডেটলাইন ওয়েব ডেস্কঃ পুত্র সন্তানের মা হলেন বলিউড এবং ভারতীয় টেলিভিশনের ‘কমেডি কুইন’ খ্যাত ভারতী সিং। সোস্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসের মাধ্যমে এই খবর জানিয়েছেন ভারতীর স্বামী হর্ষ লিম্বাচিয়া। ভারতীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন হর্ষ। সেখানে তিনি লেখেন, ছেলে হয়েছে। এই পোস্টের পর থেকেই বডিউডের একের পর এক তারকার পাশাপাশি প্রিয়াঙ্ক শর্মা, করণ জোহর, নেহা কক্কর, মুক্তি মোহন, রিচা শর্মা,দেবলীনা সকলেই নেট মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীকে। বাংলার সায়ন্তনী ঘোষ সহ আরও অনেক নায়ক নায়িকাও ভারতী-লিম্বাচিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত,গোয়ায় ২০১৭ সালের ৩ ডিসেম্বর চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে বিয়ে হয় কমেডি কুইন ভারতীর। বিয়ের পরও তারা একসঙ্গে একাধিক রিয়েলিটি শোয়ে সঞ্চালনা করেছেন। অন্তঃসত্ত্বা অবস্থার মধ্যেও ‘হুনার্বাজ: দেশ কি শান’ নামে একটি রিয়েলিটি শো উপস্থাপনা করেছেন ভারতী। অবশেষে তাদের সংসারে এক পুত্র সন্তান জন্ম নেওয়ায় দুজনেই খুশি। খুশি ‘কমেডি কুইন’ এর ভক্তরাও।