ডেটলাইন দিল্লিঃ বাংলার সেরা উৎসব দুর্গাপুজো উপলক্ষে এবছর রাজ্যের বারোয়ারী পুজো কমিটিগুলিকে সরকারের পক্ষ থেকে ১০ হাজার করে টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই বিষয়টি নিয়ে বিতর্কের সঞ্চার হয়। বিশেষ করে বিরোধীরা এর তীব্র বিরোধীতা করতে থাকেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। কলকাতা উচ্চ আদালত আগেই জানিয়ে দেয় এবিষয়ে আদালত কোন হস্তক্ষেপ করবে না। এরপর আজ সুপ্রিম কোর্টও পুজো উদ্যোক্তাদের সরকারি অনুদান ইস্যুতে কলকাতা হাই কোর্টের রায়ই বহাল রাখল । উল্লেখ্য, চলতি সপ্তাহেই কলকাতা উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, পুজো অনুদান মামলায় হস্তক্ষেপ করবে না আদালত।বিষয়টি আইনসভার বিচার্য। কলকাতা হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে নতুন করে মামলা দায়ের হয়েছিল। সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই তৎপর হয়ে উঠেছিল রাজ্য সরকার। বৃহস্পতিবারই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করে রাজ্য। আজ পুজো অনুদান মামলার শুনানি হয় প্রধান বিচারপতি তরুণ গগৈ-র বেঞ্চে। রাজ্য সরকারের পক্ষে জানিয়ে দেওয়া হয়, পথ নিরাপত্তা ও সাধারণ মানুষকে সচেতনতা করার জন্য পুজো উদ্যোক্তাদের ১০ হাজার টাকা অনুদান দেওয়ার হচ্ছে। মামলাকারীর আইনজীবির যুক্তি ছিল সাধারণ মানুষের করের টাকা সরকার যাকে-তাকে অনুদান দিতে পারে না। সেই যুক্তি ধোপে টেকেনি। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে যদি পুজো উদ্যোক্তাদের অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার তাহলে কোনও আপত্তি জানানো উচিত নয়। ফলে কলকাতা উচ্চ আদালতের পর এবার দেশের সর্বোচ্চ আদালতেও পুজো অনুদান মামলায় জয় পেল রাজ্য সরকার।