আইসিসি-র চেয়ারম্যান হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

0
608

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট প্রশাসক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুকুটে আরও একটি পালক যুক্ত হচ্ছে। এবার আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে আসিন হতে চলেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।বুধবার এই ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলের ছেড়ে যাওয়া পদেই বসতে চলেছেন সৌরভ। ক্রিকেটকে অবসর জানানো পর প্রথমে সিএবির প্রেসিডেন্ট হয়েছিলেন সৌরভ। তারপর বোর্ড সভাপতির আসনে বসেন তিনি। আর এবার আইসিসিও তাঁকেই বড় দায়িত্ব দিচ্ছে। তাঁর আমলেই প্রথমবার দেশে পিংক বল টেস্ট আয়োজিত হয়েছিল। উল্লেখ্য, ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেটার ক্লাইভ লয়েডের মেয়াদ শেষ হওয়ার পর চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল অনিল কুম্বলেকে। ২০১৬ সালে দ্বিতীয়বারের জন্য চেয়ারম্যান করা হয় তাঁকেই। দীর্ঘ ৯ বছর কুম্বলে এই দায়িত্ব সামলানোর পর এবার তাঁর জায়গায় আর এক ভারতীয় সৌরভকেই বেছে নিয়েছে আইসিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here