অভিনন্দনকে বিসিসিআইয়ের বিশেষ সম্মান

0
851

ডেটলাইন ওয়েব ডেস্কঃ ভারতবাসীর উৎকন্ঠা শেষে দেশে ফিরেছেন ভারতীয় বায়ুসেনার পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। দেশের এই বীর জওয়ানকে স্বাগত জানাতে গতকাল সকাল থেকে ওয়াঘা সীমান্তে ভিড় উপচে পড়েছিল। যার রেশ ছড়িয়ে ছিল সারা দেশেই। বিস্তর টালবাহানার পর অভিনন্দন ভারতের মাটিতে পা দেওয়ার পর থেকেই দেশজুড়ে অভিনন্দনের জন্য গর্ব অনুভব করে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দেওয়া চলছে। এবার সেই উন্মাদনার মধ্যেই অভিনন্দনকে বিশেষ সম্মান জানালো ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। বিসিসিআই-এর পক্ষ থেকে অভিনন্দনকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করা হয়েছে। ট্যুইটের সঙ্গে পোস্ট করা ছবিতে রয়েছে ভারতের বিখ্যাত নীল জার্সি। যার পেছনে অভিনন্দনের নাম লেখা রয়েছে। জার্সির নম্বর এক। ট্যুইটে লেখা হয়েছে, ‘আকাশের পাশাপাশি এখন আমাদের হৃদয়েও রাজত্ব করছেন আপনি। আপনার সাহস ব্যক্তিত্বে অনুপ্রাণিত হবে আগামী প্রজন্ম’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here