ছাত্রছাত্রীদের মাঝে নিজেদের আনন্দ ভাগ করে নিল ব্যাংক অফ বরোদা

0
979

ডেটলাইন দুর্গাপুরঃ প্রতিটি মানুষের জীবনেই এক বিশেষ মূহুর্ত হল ছাত্র জীবন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের ভাল করতে হলে তাদের শিক্ষিত করতে হবে, এরই লক্ষ্যে দুর্গাপুর স্টেশন বাজার এলাকার আলাপ ক্লাবের পরিচালনায় চলে শিশুদের স্কুল। শিশুর মনের আনন্দই তার দেহ মনের শক্তির মূল উৎস। তাই নিজেদের আনন্দ এই শিশুদের মাঝে ভাগ করে নিলেন ব্যাংক অফ বরোদা। ঠিক আজকের দিনে দুর্গাপুর স্টেশন বাজারের কাছে ব্যাংক অফ বরোদা শুভসূচনা হয় এবং প্রতি বছরই ব্যাংক এর জন্মদিনের নিজেদের আনন্দ ভাগ করে নেয় বিভিন্ন সমাজ সেবা মূলোক কাজের মাধ্যমে।এবছর তারা আলাপ ক্লাবের পরিচালনায় স্কুলের ছোট্টো ছোট্টো শিশুদের নিয়ে আনন্দে কাটালেন দিনটি। তাদের সাহস ও উৎসাহ দিতে ব্যাংকের পক্ষ থেকে স্কুলে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন  উপহার এছাড়াও ব্যাংকের পক্ষ থেকে আরণ্য সপ্তাহ ও বন মহৎসবকে সামনে রেখে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here