ডেটলাইন দুর্গাপুরঃ নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এর উদ্যোগে এবং দুর্গাপুর সাবডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব সমন্বয় সমিতি ও রোটারি ক্লাব অফ দুর্গাপুর স্মার্ট সিটি’র সহযোগিতায় বিপুল উৎসাহ উদ্দীপনা সহকারে বুধবার সৃজনী অডিটোরিয়াম হলে পশ্চিম বর্ধমান জেলা যুব উৎসব ২০২২ অনুষ্ঠিত হল। উৎসবের শুরুতেই শহীদ ভগত সিং ও স্বামী বিবেকানন্দ এর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর মূল উৎসবের সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কমলেন্দু মুখার্জি। উপস্থিত ছিলেন এডিডিএ এর ভাইস চেয়ারম্যান কবি দত্ত, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর ডেপুটি জেনারেল সেক্রেটারি কবি ঘোষ,বিশিষ্ট সমাজসেবী কামিনী কুমার গুছাইত,শিক্ষাবিদ সুচিন্ত চট্টরাজ,রোটারিয়ান প্রদীপ সামন্ত ও সুবীর রায়,উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক রাজেশ পালিত,দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব সমন্বয় সমিতির মৃত্যুঞ্জয় সামন্ত, স্বস্তিকা ব্যানার্জি, রঞ্জন ব্যানার্জি, অরবিন্দ মাজি প্রমূখ। সভাপতিত্ব করেন নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এর আধিকারিক প্রদীপ কুমার সাহা। যুব উৎসবে ছিল স্বরচিত কবিতা লেখা, চিত্রাঙ্কন, মোবাইল ফটোগ্রাফি, ভাষণ প্রতিযোগিতা,যুব সংবাদ, সমবেত লোক নৃত্য, শাস্ত্রীয় নৃত্য প্রতিযোগিতা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩১৯ জন প্রতিযোগী এই উৎসবে অংশ নিয়েছিল। উৎসব শেষে পুরস্কার বিতরণ করা হয়। জেলা স্তরের এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে যারা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে তারা কলকাতায় রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলার ৫৪টি ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মান জ্ঞাপন করা হয়েছে।
