শনিবার আসানসোল সহ রাজ্যে চার পুরসভায় ভোট,প্রস্তুতি তুঙ্গে

0
403

ডেটলাইন আসানসোলঃ রাত পোহালেই রাজ্যের চার পুরসভার নির্বাচন। শনিবারের এই নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলির পাশাপাশি প্রশাসনও চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। কোথাও যাতে কোনো অশান্তি না হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে এখন পুরসভা নির্বাচনই চর্চায় বিষয় হয়ে উঠেছে। শনিবার আসানসোল ছাড়াও রাজ্যের আরও ৩টি পুরনিগমের ভোট হচ্ছে। এগুলি হল বিধাননগর, চন্দননগর ও শিলিগুড়ি। বিরোধীরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি জানালেও রাজ্য সরকারের পুলিশ দিয়েই নির্বাচন হচ্ছে। শনিবার যে চারটি পুরসভার ভোট হচ্ছে তার মধ্যে সব চেয়ে বেশী ১০৬টি ওয়ার্ড রয়েছে আসানসোলে। মোট ভোটার ৯ লক্ষ ৪২ হাজার ৯১ জন। ৪৬৬টি ভোটগ্রহন কেন্দ্র করা হয়েছে। মোট বুথের সংখ্যা ১ হাজার ১৮২টি। প্রতিটি বুথকেই স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে। ভোটের দিন অশান্তি এড়াতে এবং নির্বিঘ্নে যাতে ভোটাররা ভোট দিতে পারেন তার জন্য সব রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসানসোলের মহকুমা নির্বাচনী আধিকারিক তথা মহকুমা শাসক অভিজ্ঞান পাঁজা। একইভাবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটও ভোট নির্বিঘ্নে করার লক্ষ্যে সব রকম ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার সুধীরকুমার নীলকান্তম। জানা গেছে আসানসোল পুরভোট নির্বিঘ্নে করার লক্ষ্যে ৭৫ জন পুলিশ আধিকারিকের সঙ্গে ৬০০ জন এসআইকে রাখা হচ্ছে। সঙ্গে থাকছে ৩ হাজার ১৪২ জন কনস্টেবল। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চারটি পুরনিগমের ভোটের জন্য মোট ৯ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে। ভোট কেন্দ্রে থাকবে ৮ হাজার ৫০০ পুলিশ। বাকি ৫০০ পুলিশকর্মীকে নাকা চেকিং-সহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হবে। এছাডা়ও সশস্ত্র পুলিশ থাকছে ৫ হাজার ৫৫৭ জন। প্রতিটি ভোটকেন্দ্রেই সশস্ত্র প্রহরী এবং লাঠিধারী কনস্টেবল থাকবেন। ৪ পুরসভার ২০৭৮টি বুথকেই স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে কমিশন। বুথের ভিতরে ও বাইরে নজরদারী রাখতে সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here