ডেটলাইন আসানসোলঃ ছত্তিশগড়ের সুকমায় ল্যান্ডমাইন বিস্ফোরণে শহীদ হলেন আসানসোলের নিউ ঘুসিক কোলিয়ারির ইন্দিরা কলোনির বাসিন্দা সিআরপিএফ জওয়ান সঞ্জিত কুমার হরিজন (৩২)। ১৫০ নং ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন সঞ্জিত কুমার। মঙ্গলবার দুপুরে সুকমার জঙ্গলে রুটিন তল্লাশি চালানোর সময় মাটিতে পুঁতে রাখা আইইডিতে তাঁর পা পড়ে যায়। শরীরের নীচের অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় রায়পুর। সেখানেই তাকে মৃত বলে ঘোষনা করা হয়। আসানসোলের নিউ ঘুসিক এলাকায় সঞ্জিতের বাড়িতে খবর আসতেই সেখানে শোকের ছায়া নেমে আসে। সঞ্জিতের বাড়ি উত্তরপ্রদেশে হলেও, জন্ম ও বেড়ে ওঠা আসানসোলেই। বাবা রাম আয়ুধ হরিজন ছিলেন ইসিএল কর্মী। তাই অবসরের পরও নিউ ঘুসিক খনি আবাসনেই সবাইকে নিয়ে থাকতেন রাম আয়ুধ। সঞ্জিতের পরিবারে বাবা, মা ছাড়াও রয়েছে তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে।
এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ আসানসোলের বাড়িতে এসে পৌঁছায় শহীদ সঞ্জিতের দেহ। এখানে তাঁকে গান স্যালুট দেয় সিআরপিএফ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। উপস্থিত ছিলেন সিআরপিএফের দুর্গাপুর রেঞ্জের ডি আই জি বিনয় কুমার সিং , আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি(সেন্ট্রাল), আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা এডিডিএর চেয়ারম্যান তাপস ব্যানার্জি প্রমুখ।