ডেটলাইন নিউজ ডেস্কঃ বিশ্বের দুর্গম যুদ্ধক্ষেত্র গুলির অন্যতম হল জম্মু কাশ্মীরের লাদাখে অবস্থিত যেটা সিয়াচেন হিমবাহের মধ্যে পড়ে। শুধু দুর্গমই নয়, বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র এটা। যেখানে সাধারন মানুষের প্রবেশ নিষেধ। এতোদিন পর্যন্ত সিয়াচেন হিমবাহের আশপাশে আম জনতাকে যেতে দিত না ভারতীয় সেনা। একমাত্র স্থানীয় বাসিন্দা যাঁরা সেনার মালপত্র বহনের কাজে থাকে তারাই সেখানে যেতে পারে। তবে এবার আপনিও বিনা বাধায় এই দুর্গম ও বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্রটি নিজের চোখে দেখতে যেতে পারবেন। কারন,গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার সঙ্গেই কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে কেন্দ্র। তার ঠিক দেড় মাস পর বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে এবার বিশ্বের অন্যতম দুর্গম পরিবেশে ভারতীয় জওয়ান কীভাবে দিন গুজরান করেন তা চাক্ষুষ করতে পারবেন দেশের মানুষ।সেনা সূত্রে জানা গিয়েছে, দেশের আম জনতাকে সিয়াচেন হিমবাহে ঘোরানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর ফলে ভারতীয় সেনা জওয়ানরা কীভাবে দুর্গম পরিবেশ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে দেশরক্ষার কাজ করেন তা তাঁরা দেখতে পাবেন। যা সেনাদের জীবন ও তাঁদের কর্মপদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সেনা প্রধান বিপিন রাওয়াত।