ডেটলাইন,দুর্গাপুরঃ নোটিফায়েড থেকে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন হওয়ার পর বাম আমলে দুর্গাপুরের প্রথম মেয়র হয়েছিলেন তৎকালিন সিটু নেতা রথীন্দ্রমোহন রায়। যিনি রথীন রায় নামেই পরিচিত। বাম আমলে তিনি পর পর তিনবার মেয়র পদে থাকার পর ২০১১ সালে রাজ্য রাজনীতিতে দীর্ঘ বাম জমানার পতন ঘটে এবং রাজ্যের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। সেই সবুজ ঝড়ের ধাক্কায় ২০১২ সালের দুর্গাপুর পুরসভার নির্বাচনেও পাশা উল্টে যায় বামেদের। তৃণমূলের আমলে দুর্গাপুরের প্রথম মেয়র হন অপূর্ব মুখোপাধ্যায়। তারপর তৃণমূলের রাজনীতিতে অনেক কিছু বদলেছে। ২০১৭ সালে প্রাক্তন আমলা দিলীপ অগস্তিকে মেয়র করা হয়। কিন্তু পাঁচ বছরের মেয়াদ শেষ করার আগেই তাঁকে সরে যেতে হয়। তিনি মেয়র পদে ইস্তফা দেন। শুক্রবার অনিন্দিতা মুখোপাধ্যায় নতুন মেয়র পদে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই দুর্গাপুরের রাজনীতিতে এক নয়া ইতিহাস গড়ল। এই প্রথম দুর্গাপুর পেল একজন মহিলা মেয়র। একই সঙ্গে স্বামী অপূর্ব মুখোপাধ্যায়ের পর তাঁর স্ত্রী হিসেবে একই পরিবারের আরও এক মেয়র হলেন অনিন্দিতা মুখোপাধ্যায়। সৃজনী প্রেক্ষাগৃহে পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুণপ্রসাদ অনিন্দিতাদেবীকে শপথবাক্য পাঠ করান। শপথের পর তিনি জানান, নাগরিকদের যাতে জল,রাস্তা এবং বিদ্যুতের মতো জরুরি পরিষেবাগুলি ঠিকভাবে দেওয়া যায় সেদিকে তিনি গুরুত্ব দেবেন। অনিন্দিতা মুখোপাধ্যায় মেয়র হওয়ায় তাঁর ডেপুটি মেয়রের পদে বসানো হল অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে
Latest article
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...














