গণেশ উৎসবের মেলায় রবিবাসরীয় ভীড়

0
981

ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুর স্টেশন বাজার এলাকার আলাপ ক্লাবের পরিচালনায় গণপতি উৎসব ঘিরে পুজোপ্রাঙ্গনে চলছে দশদিনব্যাপী মেলা ও প্রতিদিনকার সাংস্কৃতিক নানা কর্মসূচী। রবিবার সেই কর্মসূচী চতুর্থ দিনে পড়ল। ছুটির দিন বলে এদিন বিকেল থেকেই মেলা প্রাঙ্গনে দর্শকদের ভীড় লক্ষ্য করা যায়। সন্ধ্যে হতেই গণেশ উৎসবের মেলা দেখতে সেই ভীড় উপচে পরে। ব্যাপক জনসমাগমের মধ্যেই আলাপ সাংস্কৃতিক মঞ্চে এদিনের আকর্ষণ ছিল তানসেন মিউজিক কলেজের বিচিত্রানুষ্ঠান। আর ডি গৌতমের পরিচালনায় এই অনুষ্ঠান ভাষণভাবেই উপভোগ করেন উপস্থিত দর্শক ও শ্রোতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here