নেই মেলা,করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনেই ‘আলাপ’ ক্লাবের গণেশ পুজো

0
706

ডেটলাইন দুর্গাপুরঃ করোনা মহামারীর কারণে গণেশ চতুর্থী উৎসবের সেই চেনা জাঁকজমকের ছবি এবার উধাও। সর্বত্রই পুজোর আয়োজন করা হয়েছে সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি মেনে। ভিড় এড়াতে অনেক পুজো কর্তৃপক্ষই এবার অনলাইনে পুজো দর্শনের ব্যবস্থাও করেছে। আমাদের দেশে প্রধানতঃ মহারাষ্ট্র,  তামিলনাড়ু, কর্নাটক এবং গুজরাতে খুবই ধুমধামের সঙ্গে পালিত হয় গণেশ উত্‍সব। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গেও গণেশ উত্‍সবের আয়োজন অনেকটাই বেড়েছে। সেই সূত্রে দুর্গাপুরেও আগের তুলনায় গণেশ পুজোর সংখ্যা বেড়েছে। দুর্গাপুরের বড় গণেশ পুজোগুলির মধ্যে অন্যতম হল দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন আলাপ ক্লাবের পুজো। প্রতি বছর এই পুজো উপলক্ষ্যে এখানে মেলা বসে এবং প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকেন একাধিক নামী শিল্পী। কিন্তু এবার তাদের ২০ তম বর্ষের গণেশ পুজো অনেকটাই সাধারনভাবে আয়োজন করতে হয়েছে মহামারী করোনার জন্য। উদ্যোক্তাদের পক্ষে সৌরভ আইচ জানান, প্রতিকূল পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারের স্বাস্থ্যবিধি মেনেই তারা পুজোর আয়োজন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here