আলাপের মেলায় এবার বাউলমন

0
876

ডেটলাইন দুর্গাপুরঃ গণেশ উংসবকে কেন্দ্র করে দুর্গাপুর বাজার এলাকার আলাপ ক্লাবের ১০ দিনব্যাপী সাংস্কৃতিক মেলাও এবার শেষ হওয়ার পথে। এদিন ছিল এই উৎসবের নবম দিন। গতকাল ইন্দ্রজাল প্রদর্শনের রেশ ধরে রেখেই এদিন আলাপের সাংস্কৃতিক মঞ্চ মাতালেন বীরভূমের বাউল শিল্পী বাবু দাস ও রাখী দাস। পরিবেশনায় ছিল বীরভূমের শিবশঙ্কর লোকগীতি ব্যান্ড। মন উদাস করে দেওয়া বেশ কিছু গান উপহার দেন এই বাউল শিল্পীরা। ছিল বেশ কিছু জনপ্রিয় বাউল গানও। তাদের গান শুনতে এদিনও মেলা প্রাঙ্গনে যথেষ্ঠই ভীড় লক্ষ্য করা যায়। প্রসঙ্গত আলাপ ক্লাবের এই মেলার সাংস্কৃতিক কর্মসূচী শেষ হচ্ছে শনিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here