ডেট লাইন দুর্গাপুর: এসেছে শরৎ হিমের পরশ ….। এখনই হিমের পরশ অনুভূত না হলেও চারিদিকে কাশ ফুলের দোলা জানান দিচ্ছে যে বাংলার সেরা উৎসব দুর্গাপুজো সমাগত। তবে মহামারী করোনা বিগত দু বছর ধরে আমাদের বেশ কিছু বিধি নিষেধে বেঁধে রেখেছে। সেই গণ্ডির মধ্যে থেকেই উৎসবে সামিল হতে হচ্ছে আমাদের। আর সেই কারণেই দুর্গাপুরের বড় গণেশ পুজোগুলির অন্যতম দুর্গাপুর স্টেশনের এলাকার আলাপ ক্লাবের এবারের ২১ তম গণেশ উৎসবও করোনা বিধি মেনেই আয়োজন করতে হয়েছে। বিগত দু বছরের মতো এ বছরও তাই এখানে কোনো মেলার আয়োজন করা হচ্ছে না। বছর দুই আগেও গণেশ উৎসব উপলক্ষে এখানে ১০ দিনের মেলা বসত। নামিদামি শিল্পীদের এনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো। কিন্তু মহামারীর বিধি নিষেধে সেই রোশনাই বাদ দিতে হয়েছে। সরকারের কভিড বিধি মেনেই তাই এবার গণেশ পুজো করেছে আলাপ ক্লাব। এই ক্লাব যে প্রতি বছর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুধু ঘটা করে গণেশ পুজোর আয়োজন করে তাই নয়। সারা বছরই এলাকায় নানা সামাজিক কাজেও নিজেদের যুক্ত রাখে এই ক্লাব। করোনা কালে দুস্থ মানুষের পাশে থেকে তাদের যেমন সাহায্য করেছে। তেমনই বিভিন্ন সময়ে স্বেচ্ছা রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবিরের মতো সামাজিক কর্মসূচিও তারা পালন করে। হিউম্যান রাইটস আয়সোসিয়েটস অফ ইন্ডিয়ার সহযোগিতায় একাধিক সামাজিক কাজেও আলাপ ক্লাবের সদস্যারা অংশ নেয়।