অগ্নি ৪ এর সফল উৎক্ষেপণ

0
1096

ডেটলাইন ওয়েব ডেস্কঃ রবিবার মিসাইল অগ্নি ৪-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ হলো উড়িষ্যার ডক্টর আবদুল কালাম আইল্যান্ডের ৪ নম্বর লঞ্চপ্যাড থেকে। ৪ হাজার কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই অগ্নি ৪ মিসাইল। মূলত স্থলভাগ থেকে স্থলভাগে আঘাত হানার জন্য এই মিসাইল তৈরি করা হয়েছে। এই মিসাইলের মূলত দুটি ভাগ রয়েছে। এক টন পর্যন্ত ভার বহন করতে সক্ষম এই মিসাইল। এই মিসাইলের মধ্যে রয়েছে পঞ্চম জেনারেশন কম্পিউটার যার সাহায্যে উৎক্ষেপণের পরেও দিক পরিবর্তন করে সঠিক নিশানায় আঘাত হানতে সক্ষম এই মিসাইল। অগ্নি ৪ মিসাইল প্রথম উৎক্ষেপণ করা হয় ২০১৪ সালের জানুয়ারি মাসে। এই মিসাইল নিউক্লিয়ার বোমা বহন করতেও সক্ষম। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এই সাফল্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here