ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুর মহকুমা সংশোধনাগারের নিজস্ব অ্যাম্বুলেন্সটি দীর্ঘ দিন খারাপ হয়ে থাকায় সংশোধনাগারে থাকা কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হতো। কারন, বাইরে থেকে গাড়ি ভাড়া করে তবেই তাকে হাসপাতালে নিয়ে যেতে হতো। এই অবস্থার কথা জানতে পারেন দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে। তিনি চেষ্টা চালাতে থাকেন এবং অবশেষে দুর্গাপুরের অন্যতম শিল্প সংস্থা গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। এদিন সংশোধনাগারে গ্রাফাইট ইন্ডিয়ার অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে মহকুমা শাসক অনির্বাণ কোলে সেই অ্যাম্বুলেন্সের চাবি মহকুমা সংশোধনাগারের আধিকারিক মৃন্ময় করের হাতে তুলে দেন।মৃন্ময়বাবু জানান, বিগত কয়েক মাস ধরে তাদের সংশোধনাগারের নিজস্ব অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে যাওয়ায় এখানে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে বাইরে থেকে ভাড়া করা গাড়িতে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হতো। এতে হয়তো দেরি তেমন না হলেও ভাড়া বাবদ বেশ কিছু অর্থ ব্যয় হয়ে যাচ্ছিল। এবার মহকুমা শাসকের উদ্যোগে এবং গ্রাফাইট ইন্ডিয়া কর্তৃপক্ষের সহযোগিতায় একটি অ্যাম্বুলেন্স পাওয়ায় আর সেই সমস্যা হবে না। তিনি এই কাজের জন্য মহকুমা শাসককে কৃতজ্ঞতা জানান।