ডেটলাইন দুর্গাপুরঃ কলকাতাসহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহবিদরা বলছেন, আকাশ মেঘলা থাকার কারণে এতে স্বস্তির থেকে অস্বস্তিই বাড়বে বেশি। এই বৃষ্টি যে বর্ষার নয় সেটাও জানিয়েছেন তাঁরা। প্রবল গরমের জন্য জলীয় বাষ্প হালকা হয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে স্থানীয়ভাবে মেঘ তৈরি হচ্ছে। সেই মেঘ যেখানে যেখানে জমছে সেখানেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। রবিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের যে সব জায়গায় বৃষ্টি হয়েছে তার পিছনে এটাই কারণ বলে আবহবিদদের মত। এদিন সকাল থেকেই আসানসোল ও দুর্গাপুর দুই শিল্প শহরেই প্রবল তাপপ্রবাহ দেখা যায়। একটু বেলা হতেই পথেঘাটে লোকসংখ্যাও কমতে থাকে। যারা বাধ্য হয়ে কাজের তাগিদে বাইরে বের হয়েছেন তারা প্রচন্ড গরমে ব্যাপক অস্বস্তি বোধ করেছেন। বেশ কয়েকটি জায়গায় গরমে অসুস্থ হওয়ারও খবর পাওয়া গেছে।
আলিপুর হাওয়া অফিসের সূত্র বলছে,মৌসুমি বায়ু দুর্বল। সাগরে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপও নেই। ফলে বিহার-ঝাড়খণ্ড থেকে গরম হাওয়া ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। গত কয়েক দিন ধরে তাই আসানসোল ও দুর্গাপুরসহ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই তাপমাত্রার পারদ হু হু করে বেড়েছে। গত দু’দিনে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায়। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬ ডিগ্রি বেশি। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাপপ্রবাহ। এই দুইয়ের প্রভাবে নাজেহাল মানুষ। সব মিলিয়ে বোঝা যাচ্ছে এখনই গরম থেকে মুক্তি নেই। নাজেহাল দশা চলবে আরও কয়েকদিন।